Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে আহত যুবদল কর্মী মারা গেছেন

মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত যুবদল কর্মী শহিদুল ইসলাম শাওন আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী সদর উপজেলার মুক্তারপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। দুইপক্ষের সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ৩ সাংবাদিক আহত হয়েছেন।

আরও পড়ুন: সাফ-জয়ী নারী ফুটবলারদের লাগেজ ডেলিভারি সম্পর্কে যা বললো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

উপজেলা বিএনপির দাবি, তাদের অর্ধশত কর্মী এই সংঘর্ষে গুরুতর আহত হন। এর মধ্যে আহত শাওনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছিল।

জেডআই/

Exit mobile version