Site icon Jamuna Television

আর্জেন্টিনায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ৩

আর্জেন্টিনায় তেল শোধনাগারে বিস্ফোরণে তিনজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) নিউ আমেরিকান তেল শোধনাগারের স্টোরেজ ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে গোটা শোধনাগারে। খবর এপির।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথে বড় ধনের বিস্ফোরণ ঘটে সেখানে। আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় সেখানকার আকাশ।

নিকটবর্তী শহর প্লাজা হুইনকুলের মেয়র গুস্তাভো সুয়ারেজ বলেছেন, এ অগ্নিকাণ্ডে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আগুনের কারণ খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।

এ ঘটনায় রিও নিগ্রো, নিউকুয়েন এবং লা পাম্পা প্রদেশের প্রাইভেট অয়েল ওয়ার্কার্স ইউনিয়ন ধর্মঘটের ডাক দিয়েছে।

এটিএম/

Exit mobile version