Site icon Jamuna Television

অবকাঠামোগত উন্নয়নে দেশে পরিবেশ দূষণ বাড়ছে: কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দেশে অবকাঠামোগত উন্নয়নে পরিবেশ দূষণ বাড়ছে। বিশেষ করে বায়ু দূষণে ঢাকার অবস্থা ভয়াবহ। তাই এখনই উন্নয়ন পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত নির্মল বায়ু ও নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আয়োজনে এ ট্রেনিং কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এনার্জি ও দ্য আর্থ যৌথভাবে অংশ নিচ্ছে।

আয়োজকরা জানালেন, তরুণ প্রজন্মকে নির্মল বায়ু ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে জানানোর জন্য এমন প্রশিক্ষণ কর্মসূচি। ক্লাইমেট পার্লামেন্টের আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, এখনই উন্নয়ন পলিসিতে পরিবর্তন আনতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতেও আমরা পিছিয়ে। জ্বালানি মন্ত্রণালয়কে আরেও সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও এ সময় বক্তব্য রাখেন।

/এমএন

Exit mobile version