Site icon Jamuna Television

সীমান্তে যুবক নিখোঁজ; পরিবারের দাবি, আটক করেছে বিএসএফ, পতাকা বৈঠকের আহ্বান বিজিবির

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবর্তী চর মাজারদিয়ার এলাকার যুবক আব্দুর রহিম মাসুদ ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি বিএসএফ তাকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মাসুদের। এ নিয়ে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিএসএফের সাথে সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিখোঁজ আব্দুর রহিম মাসুদ উপজেলার মানিকচক কামারপাড়া গ্রামের বাবলু রহমানের ছেলে। তার বাবা বাবলু রহমান জানান, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) তার ছেলে কয়েকজনের সাথে চর মাজারদিয়ার থেকে বিজিবির হারুডাঙ্গা ক্যাম্প হয়ে সীমান্তের কাছে ঘুরতে যায়। হঠাৎ করেই বিএসএফ ধাওয়া দিলে আত্মরক্ষার্থে তারা নদীতে নেমে পড়ে। বাকিরা পালিয়ে আসতে পারলেও মাসুদ বিএসএফের হাতে ধরা পড়ে যায়।

বিজিবি রাজশাহীর-১ এর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, মাসুদ নিখোঁজের বিষয়টি নিয়ে একাধিকবার বিএসএফের সাথে যোগাযোগ করলেও তাদের পক্ষ কোন সদুত্তর পাওয়া যায়নি। শুক্রবার বিকেলে পতাকা বৈঠকের কথা রয়েছে। পতাকা বৈঠকটি হলে বিস্তারিত জানা যাবে।

এসজেড/

Exit mobile version