Site icon Jamuna Television

২০২৩ সালে মহাকাশে নারী নভোচারী পাঠাতে চায় সৌদি আরব

ছবি: সংগৃহীত

আগামী বছর মহাকাশে নারী নভোচারী পাঠাতে চায় সৌদি আরব। আর এজন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে দেশটি। খবর এপির।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি আরবের স্পেস কমিশনের বরাতে এ তথ্য জানিয়েছে এপি।   

এক বিবৃতিতে সৌদি স্পেস কমিশন জানিয়েছে, সৌদি অ্যাস্ট্রনট প্রোগ্রাম দেশটির ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। এর আগে, দেশটির অর্থনীতিতে বৈচিত্র্য আনা ও প্রাকৃতিক জ্বালানীর ওপর থেকে নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ ঘোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় দেশটিতে।

প্রসঙ্গত, সৌদি আরবের প্রথম মহাকাশ ভ্রমণকারী ছিলেন দেশটির যুবরাজ সুলতান বিন সালমান। তিনি বিমান বাহিনীর পাইলটও ছিলেন।  ১৯৮৫ সালে নাসার ডিসকভারি মিশনের সাত সদস্যের অন্যতম ছিলেন তিনি। পরে তিনি সৌদি স্পেস কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি। ২০১৮ সালে কিং সালমানের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ওই পদেই দায়িত্ব পালন করেছেন।  

/এসএইচ

Exit mobile version