Site icon Jamuna Television

ফিল্মি কায়দায় বাগদান সারলেন আমির কন্যা ইরা খান

তারকা সন্তানদের মধ্যে যারা সবসময়ই বেশ আলোচনায় থাকেন তাদের মধ্যে বলিউড অভিনেতা আমির খানের মেয়ে ইরা খান অন্যতম। বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে শিরোনামে উঠে আসেন তিনি। নিজের প্রেম কাহিনী নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন ইরা। আগেই নিজের প্রেমিক নূপুর শিখারের কথা প্রকাশ্যে এনেছিলেন তিনি। এবার সেরে ফেললেন বাগদান। তবে বাগদান হলো ফিল্মি কায়দায়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

মূলত, ‘আয়রন ম্যান ইতালি’ শো-তে অংশ নিতে ইতালিতে গিয়েছেন শিখারে। সেখানে উপস্থিত ছিলেন ইরাও। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। সেখানে দেখা গেছে, ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে প্রপোজ করছেন নূপুর। প্রস্তাবে রাজি হয়ে ইরা ‘হ্যাঁ’ বলার পরই তার আঙুলে আংটি পরিয়ে দেন শিখারে। সেই সময় হাততালিতে ফেটে পড়ে চারপাশ।

ঘটনাচক্রে আমিরের ফিটনেস কোচ শিখারে। গত দুবছর ধরে শিখারের সাথে সম্পর্কে আছেন ইরা। তারকা কন্যা হিসেবে ইরার ভক্তের সংখ্যা অনেক। ফিল্মি কায়দায় ইরাকে প্রোপোজ করায় উচ্ছ্বসিত ভক্তমহল।

এসজেড/

Exit mobile version