Site icon Jamuna Television

ওটিটিতে মুক্তি পাওয়া এ সপ্তাহের আলোচিত কন্টেন্ট

ছবি: সংগৃহীত

প্রতি সপ্তাহেই নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। সপ্তাহজুড়ে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট।

ধনী-সুদর্শন যুবক কিম, এক অদ্ভুত অসুখে মানুষের সংস্পর্শে আসতে পারে না। অন্যদিকে জি ইয়া তরুণ উদ্যোক্তা। একদিন হঠাৎই জি ইয়ার সাবেক প্রেমিক অদ্ভুত এক অনুরোধ করে বসে। এরপরই তাদের জীবন নতুন মোড় নেয়। কী হয়, তা জানা যাবে ‘আই অ্যাম নট আ রোবট’ সিরিজে। ২২ সেপ্টেম্বর থেকে দেশীয় প্লাটফর্ম চরকিতে বাংলায় দেখা যাচ্ছে কোরিয়ান সিরিজটির ২১-২৪ পর্ব।

এক রহস্যময় ঘটনার সাক্ষী চার বন্ধু। কিন্তু অনেকদিন ধরে গোপন রাখা সত্য কি তারা শেষ পর্যন্ত গোপন রাখতে পারবে? তনুজা চন্দ্রা পরিচালিত ‘হাশ হাশ’ সিরিজটিতে অভিনয় করেছেন জুহি চাওলা, সোহা আলী খান, কারিশমা তান্নাসহ অনেকে। অ্যামাজন প্রাইমে এটি মুক্তি পেয়েছে ২৩ সেপ্টেম্বর।

তামিল রোমান্টিক কমেডি সিনেমা ‘থিরুচিত্রামবলাম’। ১৮ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক ব্যবসাসফল হয়। মাত্র ১৩ দিনেই ১০০ কোটি রুপি আয় করে। এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম সান নেক্সটে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধানুশ ও নিত্যা।

নাইট ক্লাবের নিরাপত্তারক্ষীরা বাউন্সার নামে পরিচিত। মূলত পুরুষদের এ পেশায় দেখা যায়। কিন্তু স্মল টাউন গার্ল ‘বাবলি’ বাউন্সার হওয়ার চ্যালেঞ্জ নেয়। তারপর কী হয়, তা নিয়েই মধুর ভান্ডারকরের নতুন সিনেমা। ডিজনি প্লাস হটস্টারে সিনেমাটি দেখা যাচ্ছে ২৩ সেপ্টেম্বর থেকে।

২০২০ সালের তুমুল জনপ্রিয় সিরিজ ‘জামতারা’ ফিরেছে নতুন সিজন নিয়ে। আবারও দর্শকদের সাইবার অপরাধের অন্ধকার জগতে নিয়ে যাবে সিরিজের চরিত্ররা। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সিরিজটিব ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।

আবারও আসছে কারদাশিয়ান পরিবার। বহুল প্রতিক্ষীত মার্কিন রিয়ালিটি শো’র দ্বিতীয় এ সিজনে এই পরিবারের প্রতিটি সদস্য তাদের নিজস্ব সংগ্রাম নিয়ে কথা বলেছেন। শোনা যাচ্ছে, কিম ও তার প্রাক্তন স্বামী কানিয়ে ওয়েস্টের অনেক অজানা তথ্য উঠে আসবে এতে। ডিজনি প্লাস হটস্টারে শোটি’র স্ট্রিমিং শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে।

মহামারির সময় ওটিটি বাণিজ্য বেড়েছিল হুহু করে। বিদেশি প্লাটফর্মের সাথে দেশিয় অনেক নতুন প্লাটফর্ম যাত্রা শুরু করেছিল। কিন্তু সম্প্রতি দর্শকরা আবারও মুখ ফিরিয়ে নিচ্ছে ওটিটি থেকে। নেটফ্লিক্সের ব্যবসায় নেমেছে ধস। সিনেমা হলে আবারও ফিরছে সবাই। তবু এখনও ওটিটিতেই ভরসা রাখছে পরিচালক-প্রযোজক। ওটিটির ভবিষ্যৎ কতদূর, তা বলবে সময়।

/এসএইচ

Exit mobile version