Site icon Jamuna Television

জন্মদিনে আফিফকে চমকে দিয়েছেন সতীর্থরা

জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আফিফ হোসেনকে চমকে দিয়েছেন তার সতীর্থরা। বিমানে বসেই কাটা হয়েছে তার জন্মদিনের কেক।

তাসকিন আহমেদ নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে বিমানে চাদর গাঁয়ে ঘুমাচ্ছেন আফিফ। তাসকিন তার চাদরটি সরিয়ে তাকে চমকে দেন। পরে দলের সবার সাথে কেক কেটে বিমানেই জন্মদিন উদযাপন করেন আফিফ হোসেন।

পেসার মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্তের ছবি পোস্ট করে সকলকে আফিফের জন্য দোয়া করার আহ্বান জানান।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ছিল আফিফের জন্মদিন। গতকালই নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজ খেলতে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন নুরুল হাসান সোহান।

সফরে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার ও মঙ্গলবার ফ্রেন্ডশিপ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে লড়বে বাংলাদেশ ও আবর আমিরাত। সফরের বাকি দিনগুলিতে অনুশীলন করবে টাইগাররা।

জেডআই/

Exit mobile version