Site icon Jamuna Television

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে খুলনার ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নিহত হয়েছেন ৫ জন; আহত হয়েছেন অন্তত ১৫ জন।

দুপুরে খুলনার ডুমুরিয়ার বরাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কয়রা থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহন বরাতিয়া এলাকায় পৌঁছালে, উল্টোদিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে যায়; এসময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে, ঘটনাস্থলে ৫ যাত্রী নিহত হন। তারা বাসটির ছাদের ওপরে ছিলেন। তাদের বাড়ি কয়রা উপজেলাতে। দিনমজুর হিসেবে কাজের উদ্দেশে তারা খুলনায় যাচ্ছিলেন।

এদিকে, খাগড়াছড়ির মহালছড়িতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী এনজিও কর্মী নিহত হয়েছেন। কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও ৩ জন।

Exit mobile version