Site icon Jamuna Television

বেনাপোল চেকপোস্টে ১ লক্ষ ৭০ হাজার ইউএস ডলারসহ আটক ২

জব্দকৃত ডলারসহ আটককৃতরা।

বেনাপোল প্রতিনিধি:

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১ লক্ষ ৭০ হাজার ইউএস ডলারসহ ২ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।

শুক্রবার (২৩ ই সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো জসিম ঢালী ও সাগর হোসেন। আটককৃতরা ঢাকার মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুই পাসপোর্টধারী যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে কাস্টমস পার হয়ে বাংলাদেশে আসছে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা তল্লাশি কেন্দ্রে অভিযান চালালে জসিম ও সাগরকে ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার ও দুটি মোবাইলফোনসহ আটক করা হয়। জব্দকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version