Site icon Jamuna Television

কন্যা সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

কন্যা সন্তানের মা হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যারডার্ন। বৃহস্পতিবার ভোরে অকল্যান্ড শহরের হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন ৩৭ বছর বয়সী অ্যারডার্ন।

মা এবং সন্তান দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিয়ম অনুযায়ী ছয় সপ্তাহের মাতৃত্বকালীন ছুটিতে থাকবেন তিনি। তার দায়িত্ব পালন করবেন উপ-প্রধানমন্ত্রী উইনস্টন পিটারস। তবে ছুটিতে থাকলেও মূল দায়িত্ব পালন অব্যাহত রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যারডার্ন। বিশ্ব রাজনীতির ইতিহাসে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় মা হলেন। এরআগে ১৯৯০ সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় মা হন।

Exit mobile version