Site icon Jamuna Television

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের নাম ঠিকানা জানাতে পারেনি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে নোয়াখালী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যাপারে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং যারা অপরাধের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/

Exit mobile version