Site icon Jamuna Television

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে নুরুজ্জামান এন্তাজ নামের এক বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে।

আব্দুলপুর স্টেশন মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেন এসে আবদুলপুর রেলওয়ে জংশনে দাঁড়ায়। এ সময় ইমতিয়াজ ট্রেন থেকে প্লাটফর্মে নামে। কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে উঠতে গিয়ে পিছলে নিচে পড়ে যায় সে। এ ঘটনায় ইমতিয়াজের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ট্রেনে থাকা ইমতিয়াজের বাবা পরের স্টেশনে নেমে আব্দুলপুর স্টেশনে ফিরে যান। সেখানে ছেলের মরদেহ দেখে নির্বাক বাবা তার ছেলের মরদেহ নিয়ে বাড়িতে ফিরে যান।

অ্যাডভোকেট ইসাহাক আলীর সহকর্মীরা জানান, সকালে ছেলেকে নিয়ে কমিউটার ট্রেনে চড়ে রাজশাহী যাচ্ছিলেন ইসাহাক আলী। এন্তাজ রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বলেও জানান তারা।

এটিএম/

Exit mobile version