Site icon Jamuna Television

ভোলায় জন্ম নিলো জোড়া লাগানো দুই কন্যা শিশু

ভোলা প্রতিনিধি:

ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নিয়েছে দুই যমজ কন্যা শিশু। শিশুদুটির কোমরে কাছ থেকে জোড়া লাগানো। বর্তমানে সুস্থ্য রয়েছে শিশু দুটি।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিনাথ রায়ের বাজারের বন্ধন হেলথ কেয়ারে ওই শিশুদের জন্ম দেন ২২ বছর বয়সী মুক্তা বেগম। তার স্বামী সাইফুল ইসলাম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।

বন্ধন হেলথ কেয়ারের পরিচালক মো. আমিন জানান, ওই প্রসূতির প্রসব বেদনা উঠলে শুক্রবার বেলা ১১টার দিকে আমাদের ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকেলের দিকে ডা. জান্নাত-ই- আলমের তত্ত্বাবধানে সিজার অপারেশনের মাধ্যমে ওই জোড়া লাগানো দুই শিশুর জন্ম দেন প্রসূতি।

ডা. জান্নাত-ই-আলম জানান, বর্তমানে শিশু দুইটি ও প্রসূতি মা সুস্থ্য রয়েছে। শিশু দুইটিকে
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখানকার সার্জারি
বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে উন্নত চিকিৎসা দিতে পারবেন।

এসজেড/

Exit mobile version