Site icon Jamuna Television

‘জাতীয় নির্বাচনে ভোট দিতে ফিঙ্গারপ্রিন্ট হালনাগাদ করবে ইসি’

ফাইল ছবি।

আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে ফিঙ্গারপ্রিন্ট হালনাগাদ করবে ইসি। এমনটি জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর। তিনি জানান, যারা দশ আঙুলের ছাপ দেয়নি, আগামী জানুয়ারি থেকে তাদের নতুন করে ছাপ নেয়া হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা অঞ্চলের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভায় এ কথা জানান তিনি। এ কে এম হুমায়ূন কবীর বলেন, নতুন ভোটারের ক্ষেত্রে সনদগুলো দেখা হচ্ছে। সংশোধনে ওয়ারিশান সনদ দেখা হবে বলেও জানান তিনি।

সভায় নির্বাচন কমিশনের সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার বলেন, যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে তার উপর ভিত্তি করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সচিব। সচিবালয়ের কাজের গতি না বাড়াতে পারলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। মো: হুমায়ুন কবীর খোন্দকার আরও বলেন, দ্বৈত ও ভুয়া ভোটার ঠেকাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

/এম ই

Exit mobile version