Site icon Jamuna Television

সানায় হুতি বিদ্রোহীদের সামরিক কুচকাওয়াজ

ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানায় সামরিক কুচকাওয়াজ করেছে হুতি বিদ্রোহীরা। নিজস্ব প্রযুক্তিতে তৈরী ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরণের সমরাস্ত্র প্রদর্শিত হয় এ প্যারেডে। খবর দ্য নিউ অ্যারাবের।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ প্যারেডে অংশ নেয়, সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর অন্তত ৩৫ হাজার সদস্য। বিভিন্ন ধরণের সাঁজোয়া যান, রকেট এবং ক্ষেপণাস্ত্র নিয়ে প্রদক্ষিণ করা হয় প্যারেড গ্রাউন্ড।

এর পাশাপাশি, বিভিন্ন ধরণের ড্রোন এবং হেলিকপ্টার নিয়েও চলে প্রদর্শনী। ঘোষণা দেয়া হয় যেকোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত হুতিরা।

প্রসঙ্গত, ২০১৪ সালে সানার নিয়ন্ত্রন নেয়ার পর এটাই ছিলো হুতি বিদ্রোহীদের সর্বোচ্চ শক্তিমত্তা প্রদর্শন। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী এবং হুতিদের মধ্যে প্রায় ১ দশক ধরে চলছে গৃহযুদ্ধ।

/এসএইচ

Exit mobile version