Site icon Jamuna Television

সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন ফারুকী

ফারুকীর ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।


সিনেমায় বিশেষ অবদানের জন্য শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৩তম আসরে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন খ্যাতিমান বাংলাদেশি চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীকে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই খবরটি জানিয়েছেন ফারুকী।

শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের এবারের আসরে নির্বাচিত স্বাধীন ধারার ৮০টি সিনেমা, শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি দেখানো হবে। শিকাগোর ডাউন টাউনের ‘কলাম্বিয়া ফিল্ম রো’ ও ‘ডিপল ইউনিভার্সিটি’স স্কুল অব সিনেমাটিক আর্টস’-এ দেখানো হবে সিনেমাগুলো। একই উৎসবে দেখানো হবে ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

শনিবার সিনেমাটির প্রদর্শনী শুরু হবে। ২৫ সেপ্টেম্বর পর্দা নামবে এ উৎসবের। উৎসবের শেষ দিন জানানো হবে সেরা ফিচার, সেরা শর্ট ও সেরা ডকুমেন্টারির নাম।

/এসএইচ

Exit mobile version