Site icon Jamuna Television

পোস্টারে লিখে বাবরকে বিয়ের প্রস্তাব তরুণীর (ভিডিও)

ছবি: সংগৃহীত

একটি পোস্টারে কয়েকটি শব্দ লিখে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তার এক নারী ভক্ত। যা ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে ক্যামেরায় ধরা পড়ে সমর্থকের সেই পোস্টারটি। যাতে লেখা ছিল, আমরা কি দীর্ঘমেয়াদী জুটি গড়তে পারি? তা দেখেই হাসতে শুরু করেন ধারাভাষ্যকার। বলেছেন, এর উত্তর একমাত্র বাবর নিজেই দিতে পারবেন।

যদিও প্রস্তাব পাওয়ার এমন দিনে বাবরের দল পাকিস্তান হেরেছে বড় ব্যবধানে। ইংল্যান্ডের দেয়া ২২২ রানের লক্ষ্যে মাত্র ১৫৮ রান তুলতে পারে পাকবাহিনী। দ্বিতীয় টি-টোয়ন্টিতে সেঞ্চুরি করা বাবর এই ম্যাচে ছিলেন নিষ্প্রভ। আউট হয়েছেন মাত্র ৮ রান করে। এর আগে প্রথম ম্যাচে ইংল্যান্ডের জয়ের পর দ্বিতীয় ম্যাচে জেতে পাকিস্তান। সাত ম্যাচের সিরিজে তাই ২-১ ব্যবধানে এগিয়ে ইংলিশরা।

আরও পড়ুন: আট বছরের দাম্পত্য জীবনে মাত্র দুটি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সময় দিতে পেরেছিলেন কোচ ছোটন

জেডআই/

Exit mobile version