Site icon Jamuna Television

সাতক্ষীরায় সাফজয়ী অধিনায়ক সাবিনাকে সংবর্ধনা

সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপার।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সাবিনাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। অনুষ্ঠানে সাবিনা খাতুন অভাব অনটন ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেভাবে নিজেকে জাতীয় স্তরের নারী ফুটবলে প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়ে কথা বলেন। সময় তিনি তার প্রয়াত ফুটবল কোচ আকবর আলী, বড় বোন সালমা, বাবা ও মায়ের অবদানের কথা বলেন।

সাবিনা খাতুন তার ফুটবল কোচ আকবর আলীর প্রতিষ্ঠিত জ্যেতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটি যাতে মাথা উচু করে দাঁড়িয়ে থাকতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে নারীদের ফুটবল খেলার উপযোগী একটি মাঠ, তার নিজের বাড়িতে ঢোকার রাস্তাটি সংস্কার ও নিজের বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করে দিতে অনুরোধ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা ও তার মা মমতাজ বেগমের হাতে এক লাখ টাকা তুলে দেন জেলা প্রশাসক। বেলা ২টার দিকে সাবিনাকে সংবর্ধনা দেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। সেখানেও পুলিশের পক্ষ থেকে সাবিনাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

/এডব্লিউ

Exit mobile version