Site icon Jamuna Television

ঢামেক অ্যালামনাই ট্রাস্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অ্যালামনাই ট্রাস্ট নির্বাচনের ভোটগ্রহণ অুনষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উৎসবপূর্ণ পরিবেশে চলে ভোটগ্রহণ।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রফেসর ডা. আমজাদ হোসেন-ডা. দেবেষ চন্দ্র তালুকদার এবং ডা. মো. জামালউদ্দিন চৌধুরী-ডা. মুস্তাফিজুর রহমান রানা প্যানেল।

১৪২২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯৭৯ জন। ১৯টি পদের বিপরীতে স্বতন্ত্রসহ প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ডা. ফারুক আহমেদ ও ডা. দিপল কৃষ্ণ অধিকারী।

/এডব্লিউ

Exit mobile version