Site icon Jamuna Television

সীতাপুরে ক্লাসে বকুনি খেয়ে শিক্ষককে গুলি করলো ছাত্র

ছবি: সংগৃহীত

ক্লাসে ধমক দেয়ায় শিক্ষককে গুলি করেছে ছাত্র। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, সীতাপুরের একটি স্কুলে ঝগড়া করার জন্য এক দশম শ্রেণির ছাত্রকে বকুনি দিয়েছিলেন এক শিক্ষক।

ক্লাসের মধ্যে বকুনি হজম করলেও স্কুল থেকে বেরিয়েই ওই শিক্ষককে হাতে দেশি বন্দুক নিয়ে তাড়া করে ছাত্রটি।সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা।

সিসিটিভি ফুটেছে দেখা যায়, শিক্ষক দৌড়াচ্ছেন, পিছনে দেশি বন্দুক হাতে ছাত্র। শিক্ষককে নিশানা করে পর পর তিন বার গুলি চালায় ছাত্রটি। কিন্তু তিন বারই লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। পালাতে গিয়ে আশেপাশের লোকেরা তাকে ধরে ফেলেন। ছিনিয়ে নেয়া হয় বন্দুক।

হাসপাতালের বিছানায় শুয়ে ওই শিক্ষক জানান, ওই পড়ুয়া যে বকুনি খেয়ে এমন কাণ্ড ঘটাবে, তা ঘূণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।

/এনএএস

Exit mobile version