Site icon Jamuna Television

কানাডায় আঘাত হারিকেন ফিওনার, লণ্ডভণ্ড পূর্বাঞ্চলীয় তিনটি রাজ্য

এবার হারিকেন ফিওনার তাণ্ডবে লণ্ডভণ্ড কানাডার পূর্বাঞ্চল। উপকূলীয় এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায় অন্তত ৫ লাখ বাসিন্দা। খবর রয়টার্সের।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর চারটায় আঘাত হানে হারিকেন ফিওনা। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৯ মাইল।

ঝড়ের তীব্রতায় পূর্বাঞ্চলের তিনটি রাজ্য মারাত্মক ক্ষতির মুখোমুখি হয়েছে। ‘নোভা স্কটিয়া’ ও ‘প্রিন্স এডওয়ার্ড দ্বীপে’ গাছ ও বিদ্যুতের খুঁটি উড়ে গেছে। ফলে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভেসে গেছে বেশ কিছু ঘরবাড়ি, ডুবে গেছে রাস্তাঘাট। নিউফাউন্ডল্যান্ড রাজ্যে জরুরী অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

হ্যারিকেন ফিওনা’কে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সবচেয়ে ভয়াবহ ঝড় হিসেবে আখ্যা দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে সামরিক বাহিনীকে মাঠে থাকতে বলেন তিনি। গেল এক সপ্তাহ ধরেই ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালিয়ে যাচ্ছিল হ্যারিকেনটি।

এটিএম/

Exit mobile version