Site icon Jamuna Television

য়্যুভেন্টাসকে বড় শাস্তি দিলো উয়েফা

সমর্থকদের বর্ণবাদী আচরণে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাসকে শাস্তি দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা উয়েফা।

গত ৬ সেপ্টেম্বর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামে য়্যুভেন্টাস। সে ম্যাচে ২-১ গোলে হেরে যায় তুরিনের ক্লাবটি। ওই ম্যাচেই বর্ণবাদী আচরণের কারণে জুভেদের কয়েকজন সমর্থককে গ্রেফতার করা হয়। যে কারণে ইতালিয়ান ক্লাবটিকে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

আর্থিক জরিমানা ছাড়াও তুরিনের ক্লাবটিকে তাদের হোম ম্যাচের গ্যালারির এক অংশ খালি রাখার শাস্তি দেওয়া হয়েছে। এই সাজা দেয়া হয়েছে এক বছরের জন্য। এই সময়ের মধ্যে ঘটনার পুনরাবৃত্তি হলে জুভেদের স্টেডিয়ামকে নিষিদ্ধ করবে উয়েফা। এছাড়াও বিভিন্ন কারণে শাস্তি দেওয়া হয়েছে দুই ফরাসি ক্লাব নিস ও মার্সেই আর জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

আরও পড়ুন: রোনালদো আঘাত পেলেও চেকদের হারিয়ে সেমির পথে পর্তুগাল

জেডআই/

Exit mobile version