Site icon Jamuna Television

বার্সেলোনায় ইনজুরির মিছিল

উরুগুয়ের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন আরাউহো। ছবি: সংগৃহীত

নেশনস লিগ ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একের পর এক ইনজুরিতে পড়ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ফুটবলাররা। সবশেষ ইনজুরিতে পড়েছেন দুই ডিফেন্ডার জুল কুন্ডে ও রোনাল্ড আরাউহো। এ নিয়ে মোট চারজন বার্সা খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বার্সেলোনা নিশ্চিত করেছে, ফ্রান্সের হয়ে খেলতে গিয়ে বাম ঊরুতে চোট পেয়েছেন কুন্ডে। আর উরুগুয়ের ডিফেন্ডার আরাউহো চোট পেয়েছেন ডান ঊরুতে। চোটের কারণে কতদিন মাঠের বাইরে থাকতে হবে এই দুই ডিফেন্ডারকে তা অবশ্য জানায়নি বার্সেলোনা।

তবে স্প্যানিশ শীর্ষ দৈনিক মার্কা বলছে, ৩ থেকে ৪ সপ্তাহ তাদের সার্ভিস পাবে না বার্সা। দুইদিন আগে নেদারল্যান্ডসের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন দুই বার্সা তারকা মেমফিস ডিপাই ও ফ্রেংকি ডি ইয়ং। আগামী এক মাসে এল ক্লাসিকোসহ বার্সার আছে ৫টি লিগ ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে লড়বে ইন্টার মিলান ও বায়ার্নের বিপক্ষে।

আরও পড়ুন: জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে সিপিএলে ত্রিনিবাগোর বিপক্ষে ম্যাচসেরা সাকিব

জেডআই/

Exit mobile version