ময়মনসিংহ ব্যুরো
ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দায় পুলিশের সাথে পৃথক ‘বন্দুক যুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে দুই পুলিশ সদস্য।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে গতরাতে ত্রিশালের কবি নজরুল বিশ্ববিদ্যালয় সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় গোলাগুলিতে নিহত হয় স্বপন মিয়া। তার বিরুদ্ধে মাদকের ৮টি সহ মোট ৯টি মামলা রয়েছে। অভিযানে দুই পুলিশ সদস্য আহতের দাবি করা হয়েছে।
এদিকে, তারাকান্দার ফুলপুর সড়কে রাতে গোয়েন্দা পুলিশ ও তারাকান্দা থানা পুলিশের যৌথ একটি দলের সাথে কথিত বন্দুকযুদ্ধে আলী হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী। আলী হোসেনের বিরুদ্ধে ২৫টিরও বেশি মামলা রয়েছে।অভিযানে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

