Site icon Jamuna Television

বান্দরবানে দুই বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে দুই বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি শফিউল আলম গত বছরের ২৯ ফেব্রুয়ারি সালে বাদী মো. দেলোয়ার হোসেনের দু’বছর বয়সী শিশু কন্যাকে আসামির বাড়া বাসায় ধর্ষণ করে। এ ঘটনার পর ধর্ষণের শিকার শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা মো. দেলোয়ার হেসেন বাদী হয়ে ধর্ষক শফিউলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় পুলিশ আসামি শফিউলের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় শফিউলকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ ১ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি শফিউল আদালতে উপস্থিত ছিলো।

জেডআই/

Exit mobile version