Site icon Jamuna Television

সুপার টাইফুন ‘নোরু’র আঘাত ফিলিপাইনে, সর্বোচ্চ সতর্কতা জারি

টাইফুন তালাশের তাণ্ডবে জাপানের বিভিন্ন অঞ্চল এখন বিধ্বস্ত। এদিকে আরও এক টাইফুনের শঙ্কায় ফিলিপাইনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপে টাইফুন নোরুর প্রভাব পড়তে শুরু করেছে। স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। খবর বিবিসির।

আবহাওয়াবিদরা বলছেন, টাইফুন নোরুর বাতাসের তীব্রতা এখন ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এরই মধ্যে এটি পোলিল্লো দ্বীপে আঘাত হেনেছে। ধীরে ধীরে পশ্চিমাঞ্চলীয় মূল দ্বীপ লুজোনের দিকে অগ্রসর হচ্ছে এটি। আবহাওয়া অধিদফর থেকে আরও বলা হয়, টাইফুন নোরুর কারণে ভূমি ধস, আকস্মিক বন্যার মতো বিপর্যয় আসতে পারে। ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী মানিলাও।

প্রশান্ত মহাসাগরে ৭ হাজারটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত ফিলিপাইন দেশটি ভৌগলিকভাবেই বেশ দুর্যোগপ্রবণ দেশ। সবশেষ গত বছরের ডিসেম্বরে টাইফুন রাইয়ের তাণ্ডবে দেশটিতে ৪০০ জনের মৃত্যু হয়। ওই সময় এ ঘটনাকে গণহত্যার সাথে তুলনা করা হয়।

এসজেড/

Exit mobile version