Site icon Jamuna Television

রাজবাড়ীতে গলায় বালুভর্তি কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ গৃহবধূ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আত্মহত্যার উ‌দ্দেশ্যে গলায় বালু ভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মনোয়ারা বেগম (৫৫) নামে এক গৃহবধূ। এখন পর্যন্ত ওই নারীকে উদ্ধার করতে পারেনি ফায়ারসার্ভিস। নিখোঁজ মনোয়ারা বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের মৃত গণি মন্ডলের স্ত্রী।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপু‌রে এ ঘটনা ঘ‌টে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও ওই গৃহবধূকে উদ্ধার কর‌তে পা‌রেনি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মনোয়ারা বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালি ভর্তি করে গলায় পেঁচিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। দূর থেকে এক পথচারী এ ঘটনা দেখে চিৎকার করলে স্থানীয়রা বিষয়টি জানতে পারে। পরে বিকা‌লে বা‌লিয়াকা‌ন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। এর আগেও ওই গৃহবধূ একাধিকবার আত্মহত্যার চেষ্টা ক‌রেছেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ নিয়ে জঙ্গল ইউ‌পি চেয়ারমান ক‌ল্লোব বসু জানান, ধারণা করা হ‌চ্ছে আত্মহত্যার উ‌দ্দে‌শ্যে ওই গৃহবধূ নদী‌তে ঝাঁপ দি‌য়ে‌ছেন। সন্ধ্যা পর্যন্ত তা‌কে উদ্ধার কর‌তে পা‌রেনি উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সজিব।

এসজেড/

Exit mobile version