Site icon Jamuna Television

কয়েক বছরের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে পর্যটন শিল্প: পর্যটন প্রতিমন্ত্রী

সিলেটের মায়াবী ঝর্ণা।

আগামী কয়েক বছরের মধ্যে দেশের পর্যটন শিল্প কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। জানান, পর্যটন শিল্পের উন্নয়নে বিভিন্ন পরামর্শ এবং নানা ধরনের প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ৯ম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটন শিল্পের পুনরুদ্ধারে এশিয়ান ট্যুরিজম ফেয়ার অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। দেশি-বিদেশি পর্যটন সংস্থার অংশগ্রহণের ফলে আন্তর্জাতিকভাবে পর্যটন শিল্পের প্রচার প্রচারণার সুযোগ বাড়বে।

এবারের ফেয়ারে ৮টি দেশের ১৩০টি পর্যটন সংস্থা অংশগ্রহণ করবে। ৩ দিনের এ পর্যটন মেলা ২৯ সেপ্টেম্বর শুরু হবে।

/এমএন

Exit mobile version