Site icon Jamuna Television

তর সইলো না মিরাজেরও, ফিরলেন ১২ রানে

ছবি: সংগৃহীত

তর সইলো না মেহেদী মিরাজেরও। সাব্বির, লিটনের পর সাজঘরে ফিরলেন তিনি। ১৪ বলে ১২ রান করে হাওয়ায় ওড়ানো শট খেলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

এর আগে, দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দিয়ে আউট হন সাব্বির রহমান। সাব্বির রহমানের পরেই ৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস।

এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর- ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪২ রান।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, সাব্বির রহমান, নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।

আরব আমিরাত একাদশ: চুনদাঙ্গাপৌলি রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, ভৃত্য অরবিন্দ, আরিয়ান লাকরা, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, আইয়ান আফজাল খান, কার্তিক মেইয়াপান, জুনাইদ সিদ্দিক, সাবির আলী।

/এনএএস

Exit mobile version