Site icon Jamuna Television

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে অর্ধশতক তুলে নিলেন আফিফ

ছবি: সংগৃহীত

যাওয়া-আসার মিছিলের ঠিক যেন উল্টো পথে হাঁটলেন আফিফ হোসেন। যেখানে একের পর এক সবাই উইকেট বিলিয়ে যাচ্ছেন সেখানে লড়াকু ইনিংস উপহার দিয়ে ৩৮ বলে নিজের অর্ধশতক তুলে নিলেন আফিফ।

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটে নামে বাংলাদেশ।

দলীয় ১১ রানের মাথায় ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ দিয়ে আউট হন সাব্বির রহমান। সাব্বির রহমানের পরেই ৭ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। তারপর ১৪ বলে ১২ রান করে হাওয়ায় ওড়ানো শট খেলে বোলারের হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন মিরাজ। মিরাজের দেখাদেখি ফিরে যান ইয়াসির আলীও। মোসাদ্দেক ফেরেন ৩ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান।

/এনএএস

Exit mobile version