Site icon Jamuna Television

ছবিটিতে কয়টি ইঁদুর আছে? খুঁজতে হবে মাত্র ৫ সেকেন্ডে

ছবির ধাঁধাঁ বা ইল্যুশন বর্তমানে বেশ জনপ্রিয়। প্রতিনিয়ত মানুষের মস্তিস্কের কার্যক্ষমতা পরীক্ষা করার জন্য বিভিন্ন ধরনের ছবি সামনে আসে। সোশ্যাল মিডিয়ায় সেগুলো প্রকাশিত হওয়ার পর ধাঁধাঁ সমাধানে ঝাঁপিয়ে পড়েন ইন্টারনেট ব্যবহারকারীরা। তেমনই একটি ছবি সম্প্রতি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ছবিটিতে দেখা যাচ্ছে, দুজন নারী মুখোমুখি বসে চা খাচ্ছেন। তাদের পরনে শীতের পোশাক। সামনের টেবিলে চায়ের কাপ রাখা আছে। বাম দিকে যিনি বসে আছেন, তার পায়ের কাছেই বসে আছে একটি ইঁদুর। কিন্তু বলা হচ্ছে, একটি নয়, এই ছবিতে লুকিয়ে আছে আরও ইঁদুর। পাঁচ সেকেন্ডের মধ্যে সেগুলিকে খুঁজে বের করার চ্যালেঞ্জও ছুঁড়ে দেয়া হয়েছে দর্শক ও পাঠকের দিকে।

মূলত ছবিটিতে লুকিয়ে আছে মোট দুটি ইঁদুর। দ্বিতীয়টিকে পাওয়া যাবে বাম দিকে বসে থাকা মহিলার মাথায়। তার চুলে ইঁদুরটি এমনভাবে আঁকা রয়েছে যে প্রথমে দেখে তাকে পোশাকের কারুকার্য বলে ভুল হতে পারে। আসলে এই দুটি ইঁদুরকে খুঁজে বের করা খুব বেশি কঠিন নয়। তবে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে দ্বিতীয়টিকে শনাক্ত করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং।

এসজেড/

Exit mobile version