Site icon Jamuna Television

হিজাববিরোধীদের সমুচিত জবাব দেয়া হবে: ইরানের প্রেসিডেন্ট

হিজাববিরোধীদের সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটিতে চলমান হিজাববিরোধী আন্দোলনকে ‘দাঙ্গা’ বলে বর্ণনা করেছেন তিনি। খবর এনডিটিভির।

পুলিশ হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পর থেকে দেশটিতে হিজাববিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে ইব্রাহিম রাইসি বলেছেন, যারা দেশ ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

ইরান সরকারের হিসাবে, হিজাববিরোধী আন্দোলনে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪১ জন। নিহতদের বেশির ভাগ বিক্ষোভকারী, কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে মানবাধিকার সংস্থাগুলোর হিসাবে প্রকৃত সংখ্যা আরও বেশি। এছাড়া কয়েকশ বিক্ষোভকারী, সংস্কারপন্হি ও সাংবাদিক গ্রেফতার হয়েছেন।

উল্লেখ্য, ১৯৭৯ সালের ৭ মার্চ নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করে ইরান। দেশটির ধর্মীয় শাসকদের কাছে নারীদের জন্য এটি ‘অতিক্রম-অযোগ্য সীমারেখা’। বাধ্যতামূলক এই পোশাকবিধি মুসলিম নারীসহ ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য প্রযোজ্য।

/এমএন

Exit mobile version