Site icon Jamuna Television

নোয়াখালীতে স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে এবার আরেক স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী স্কুলছাত্রী (১৩) সদর উপজেলার নরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের আটখোলা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী স্কুল ছাত্রী বলেন, প্রতিদিনের মতো রোববার দুপুর ২টার দিকে স্কুল থেকে একা বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় সে। পথে আটখোলা বাড়ির সামনে পৌঁছলে একটি অটোরিকশা এসে তার পিছনে দাঁড়ায়। ওই সময় অটোরিকশা থেকে মাস্ক পরা এক কিশোর তার পেছনদিক থেকে মুখ চেপে ধরে ধারালো কিছু দিয়ে গলা কাটার চেষ্টা করে। এ সময় একটি সিএনজি আসতে দেখে পুনরায় অটোরিকশায় উঠে দ্রুত পালিয়ে যায় হামলাকারী। পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। তবে হামলাকারীর মুখে মাস্ক থাকায় তাকে চিনতে পারেনি হামলার শিকার শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এটিএম/

Exit mobile version