Site icon Jamuna Television

পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে তিনি লন্ডনে অবস্থান করছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) সেখান থেকেই এলো পদত্যাগের ঘোষণা। খবর রয়টার্সের।

রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইট পোস্টের মাধ্যমে তিনি বলেন, আমি মৌখিকভাবে অর্থমন্ত্রী হিসাবে পদত্যাগ করেছি। ইতোমধ্যে আমি একটি বৈঠকে পদত্যাগের বিষয়ে শেহবাজ শরীফকে ইঙ্গিত দিয়েছি। পাকিস্তানে পৌঁছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব।

চলতি মাসের বন্যায় মুষড়ে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। বন্যায় প্রায় ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং মারা গেছে প্রায় ১৫০০’র বেশি মানুষ। বিশ্বব্যাংক ইতোমধ্যে পাকিস্তানকে ২ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে।

এটিএম/

Exit mobile version