Site icon Jamuna Television

জরিপ অনুযায়ী ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন জর্জিয়া মেলোনি

ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জর্জিয়া মেলোনি। রোববার (২৫ সেপ্টেম্বর) পার্লামেন্ট নির্বাচনের পর বুথফেরত জরিপে মিলেছে কট্টর ডানপন্থি জোটের নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত। খবর রয়টার্সের।

বিষয়টি নিশ্চিত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জর্জিয়া মেলোনি-ই প্রথম সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন করতে যাচ্ছেন। বুথফেরত জরিপ অনুযায়ী, তিনি ২২ থেকে ২৬ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হবেন। মেলোনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনরিকো লেত্তার চেয়ে ৪১ থেকে ৪৫ শতাংশ সমর্থনে এগিয়ে। মাত্তেও সালভিনি এবং সিলভিও বারলুসকোনির দলকে নিয়ে জোট সরকার গঠন করতে পারেন তিনি।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার সমর্থন জানান তিনি। তবে সমকামিতা এবং অভিবাসন নীতিমালার কঠোর বিরোধী জর্জিয়া মেলোনি। এমনকি শরণার্থীদের ঢল মোকাবেলায় ভূমধ্যসাগরে অবরোধ দেয়ার চিন্তা-ভাবনাও রয়েছে তার।

এটিএম/

Exit mobile version