Site icon Jamuna Television

বেলজিয়ামকে হারিয়ে ডাচদের ফাইনাল পর্বের টিকিট নিশ্চিত

ছবি: সংগৃহীত

বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। আর এর মাধ্যমেই নেশনস লিগের চার দলের ফাইনাল পর্বের টিকেট নিশ্চিত করেছে নেদারল্যান্ডস।

বেলজিয়ামকে হারিয়ে অপরাজিত থেকেই পরের পর্বে পা রাখলো প্রথম আসরের রানার্সআপ নেদারল্যান্ডস। আমস্টারডামে ম্যাচের ৭৩ মিনিটে একমাত্র গোলটি করেন লিভারপুল তারকা ভার্জিল ভ্যান ডাইক। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের সেরা হয়েছে নেদারল্যান্ডস। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম। এর আগে আসরের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়েছিল ডাচরা।

অন্যদিকে, পোল্যান্ডের কাছে হেরে ‘বি’ লিগে নেমে গেছে ওয়েলস। ক্যারল সুইডারস্কির একমাত্র গোলে ওয়েলসকে হারিয়েছে পোল্যান্ড। ‘বি’ লিগে অবনমন ঘটায় ইংল্যান্ডকে সঙ্গী হিসেবে পেয়েছে ওয়েলস।

আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-০ গোলে হারালো ডেনমার্ক

/এম ই

Exit mobile version