Site icon Jamuna Television

ভঙ্গুর অর্থনীতির চাপ সামলাতে না পেরে পদত্যাগ করছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ্ ইসমাইল। অর্থনৈতিক দৈন্যদশার কারণে গেলো চার বছরে এ নিয়ে পঞ্চম অর্থমন্ত্রী ইস্তফা দিচ্ছেন দেশটিতে।

রোববার (২৫ সেপ্টেম্বর) টুইটবার্তায় মিফতাহ্ জানান, মৌখিকভাবে তিনি পদত্যাগের বিষয়টি জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে। এখন শুধুই আনুষ্ঠানিকতার অপেক্ষা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথেই সফর করছেন অর্থমন্ত্রী। সেখান থেকে দেশে ফিরেই ইস্তফা দেবেন, এমনটাও লিখেছেন টুইটবার্তায়।

পাকিস্তানের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা মোকাবেলায় চার বছরের কম সময়ে পাঁচবার বদল ঘটে অর্থমন্ত্রীর। সাম্প্রতিক বন্যায় দেশটির আরও বেহাল দশা। দেড় হাজার মানুষের প্রাণহানির পাশাপাশি ৩০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয় দেশটিতে। কিন্তু মাত্র দুই বিলিয়ন ডলার অর্থ সহযোগিতার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

/এডব্লিউ

Exit mobile version