Site icon Jamuna Television

গুয়াতেমালার রাস্তায় সিংকহোল, দানবীয় গর্তে হারিয়ে গেলেন ২ জন

গুয়াতেমালার রাস্তায় বিস্ময়কর সিংকহোলে হারিয়ে গেলেন দুই ব্যক্তি। আরও তিনজন গুরুতর আহত। মূলত কাছাকাছি খননকাজ চলতে থাকলে সৃষ্টি হয় এ গর্তের।

রোববার (২৫ সেপ্টেম্বর) ভিল্লা নুয়েভা শহর থেকে ২০ কিলোমিটার দূরের একটি রাস্তায় হটাৎ-ই সৃষ্টি হয় দুটি দানবীয় গর্তের। তাতে পড়ে যায় চলমান যানবাহন। বহু কষ্টে তিন যাত্রী উদ্ধার পেলেও এখনো নিখোঁজ বাকিরা। প্রায় ৫০ ফুট গভীর গর্তে তাদের অনুসন্ধানে নেমেছে দেশটির সেনাবাহিনী।

সম্প্রতি মধ্য আমেরিকার দেশটিতে আশঙ্কাজনকহারে বেড়েছে সিংকহোল বা দানবীয় গর্ত হওয়ার ঘটনা। ২০১০ সালেও দেশটিতে তিন তলা একটি ভবন উধাও হয়ে যায় সিংকহোলে। প্রাণ যায় ৩ বাসিন্দার।

এটিএম/

Exit mobile version