Site icon Jamuna Television

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন

ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র মারা গেছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪ টায় রাজধানীর একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান তিনি।

গতকাল জ্বর ও কাশির উপসর্গ নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রণেশ মৈত্র। সেখানে আজ ভোরে মৃত্যু হয় তার।

পরিবার জানিয়েছে, তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজে রাখা হবে। আগামীকালের মধ্যে বিদেশ থেকে তার ছেলে ফিরবেন। মঙ্গলবার বিকেলে শাহবাগের ন্যাপ অফিসে তাকে শ্রদ্ধা জানানো হবে।

একাধারে রাজনীতিবিদ, লেখক ও সাংবাদিক রণেশ মৈত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি ছাত্র ইউনিয়ন ও ন্যাশনাল আওয়ামী পার্টিরও অন্যতম প্রতিষ্ঠাতা। পাশাপাশি ঘুঘুদহ ও বিল কুড়ানিয়ার খেতমজুরদের আন্দোলনেরও অন্যতম সংগঠক ছিলেন রণেশ মৈত্র।

/এডব্লিউ

Exit mobile version