Site icon Jamuna Television

আবারও অলরাউন্ড নৈপুণ্যে সাকিবের টানা দু’টি ম্যাচ সেরার পুরস্কার

ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে বার্বাডোজ রয়্যালসকে ৫ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বার্বাডোজের দেয়া ১২৬ রানের টার্গেট ৩৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় গায়না। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিব আল হাসানের হাতে। এর মাধ্যমে পরপর দুই ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টির সেরা এই অলরাউন্ডার।

সিপিএলের শুরুটা মোটেও ভালো হয়নি সাকিব আল হাসানের। টানা দুই ম্যাচে ফিরেছিলেন রানের খাতা খোলার আগেই। আগের ম্যাচে ৩৫ রানের ইনিংস খেলার পর এবার ঝড় তুললেন টাইগার অধিনায়ক। ২৭ বলে পান অর্ধশতকের দেখা। সেই সাথে জবাব দিলেন সমালোচনারও। সাকিবের এমন পারফরমেন্সের দিনে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে তার দল গায়ানা ওয়ারিয়র্স।

১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে চন্দরপল হেমরাজ ও শাই হোপের উইকেট হারিয়ে ধুঁকতে থাকে গায়ানা। তৃতীয় উইকেট জুটিতে রহমানুল্লাহ গুরবাজকে সাথে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাকিব। উল্টো বার্বাডোজের উপর করতে থাকেন চাপ প্রয়োগ। পঞ্চম ওভারে কাইল মায়ার্সকে চার মেরে শুরু সাকিব আল হাসানের। এরপর বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে ব্যস্ত থাকেন এই অলরাউন্ডার। দশম ওভারে বাউন্সারকে আপার কাট বানিয়ে সীমানা ছাড়ার সাথে সাথে ২৭ বলে অর্ধশতক তুলে নেন তিনি। ওবেদ ম্যাকয়ের শিকার হওয়ার আগে ১৭৬’র উপর স্ট্রাইক রেটে ৩০ বলে ৫৩ রান করেন সাকিব।

জয় থেকে তখনও ২৯ রান দূরে ছিল গায়ানা। তবে সাকিবের আউটের পর জয় তুলে নিতে কোনো বেগ পোহাতে হয়নি রহমানুল্লাহ গুরবাজ ও কিমো পলদের। ৫ উইকেট হাতে রেখে মৌসুমের ৫ জয় তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এর আগে, বল হাতেও সফল সাকিব আল হাসান। নিজের তৃতীয় ওভারে বল করতে এসে মুজিবর রহমানকে ফিরিয়ে দিয়ে তিনি ভূমিকা রাখেন বার্বাডোজের ইনিংস সমাপ্তিতে।

আরও পড়ুন: কোহলি-সূর্যকুমারের ব্যাটে অজিদের হারিয়ে ভারতের সিরিজ জয়

/এম ই

Exit mobile version