Site icon Jamuna Television

মালিক সমিতির দ্বন্দ্বে দক্ষিণাঞ্চলের ১৭ রুটে বাস চলাচল বন্ধ

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঝালকাঠী থেকে সরাসরি কুয়াকাটা রুটে বাস চলাচলের দাবি জানিয়ে আসছিলো ঝালকাঠী বাস মালিক সমিতি। এতে রাজি নন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা। কয়েক মাস যাবত বরিশাল থেকে সরাসরি ঝালকাঠী ও পিরোজপুরের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিলো। ঈদ উপলক্ষে প্রশাসনের আশ্বাসে বন্ধ থাকা রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। তবে ২০ জুনের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেয় ঝালকাঠী বাস মালিক সমিতি।

এদিকে, ঝালকাঠি পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে ভাঙচুর ও শ্রমিক মারধরের অভিযোগ উঠেছে। এসব কারণে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি গতকাল থেকে পটুয়াখালী, বরগুনাসহ ৪ জেলার ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।

Exit mobile version