Site icon Jamuna Television

মাদকের যোগানদাতা ও চাহিদাসহ সব খাত নিয়েই কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

মাদকের যোগানদাতা ও চাহিদাসহ সব খাত নিয়েই কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবাই সচেতন না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপে ‘মাদকাসক্তি নিরাময়ে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, মাদকের চাহিদা হ্রাসে মিডিয়াসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সব জেলায়ই মাদক নিয়ন্ত্রণে অফিসার নিয়োগ দেয়া হয়েছে। দুই এক জায়গায় পুলিশও মাদক আসামির বিচারের সময় ইয়াবার জায়গায় পাউডার দিয়ে দেয়। তবে এসব নিয়ন্ত্রণে কাজ তরছে সরকার। বিজিবি ধরছে, বর্ডারে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত হলেও পর্যাপ্ত হাসপাতাল নেই। পুলিশসহ যারাই মাদক সরবরাহ করবে, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হচ্ছে। পুলিশের ডোপ টেস্ট করা হচ্ছে। যারা মাদক সেবন করেন তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে। সরকারি চাকরির জন্য সর্বত্র ডোপ টেস্টের ব্যবস্থা করছে সরকার।

আরও পড়ুন: বিএনপি আগের মতো সংঘর্ষের রাজনীতির সুযোগ পাবে না: তথ্যমন্ত্রী

/এম ই

Exit mobile version