Site icon Jamuna Television

ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ইডেনের বহিষ্কৃতদের আমরণ অনশন প্রত্যাহার

বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন প্রত্যাহার করেছে ইডেন কলেজ ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রীরা। এর আগে, ঘণ্টা দুয়েক ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে অনশনে বসেন তারা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করে বহিষ্কৃতরা। সেখানে তারা অভিযোগ করেন, শনিবার রাতে জান্নাতুল ফেরদৌসকে মারধর করা হলেও তার ব্যবস্থা না নিয়ে উল্টো বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। তারা বলেন, গতকালের ঘটনায় সুষ্ঠু বিচার করেনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই নেতা। নেতাদের প্রভাবে পুলিশ মামলা নিচ্ছে না বলেও অভিযোগ তাদের। হামলায় সভাপতি-সাধারণ সম্পাদক পক্ষের বড় একটি অংশ জড়িত থাকলেও কাউকে বহিষ্কার করা হয়নি বলে অভিযোগ করেন তারা। আরও বলা হয়, জান্নাতুল ফেরদৌসের ওপর হামলার ঘটনায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।

সংবাদ সম্মেলন শেষে ইডেন কলেজ থেকে হেঁটে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে অনশন করতে যান বহিষ্কৃতরা। পরে দুপুর দুইটার দিকে সেখান থেকে বেরিয়ে যান তারা। এ প্রসঙ্গে জানানো হয়, স্বেচ্ছায় অনশনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা।

আরও পড়ুন: অন্যায়ের সাথে কি কেন্দ্রীয় ছাত্রলীগ সহমত পোষণ করছে, বহিষ্কৃতদের জিজ্ঞাসা

/এম ই

Exit mobile version