Site icon Jamuna Television

ফরিদপুর-২ আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর।

সোমবার (২৬ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর। রিটার্নিং হিসেবে নিয়োগ করা হয়েছে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে। পুরো নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর গত ১৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের গেজেটে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এছাড়া, ইভিএমের অপপ্রচার ঠেকাতে ধর্মীয় উপাসনালয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইভিএমের পক্ষে প্রচারণার সিদ্ধান্ত নেয় ইসি।

আরও পড়ুন: বিএনপি আগের মতো সংঘর্ষের রাজনীতির সুযোগ পাবে না: তথ্যমন্ত্রী

/এম ই

Exit mobile version