Site icon Jamuna Television

খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কবাখালী ইউপি’র ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় বাড়ির পাশে খেলার সময় পুকুরে ডুবে আড়াই বছর বয়সী ফারহান হোসেন ও দুই বছর বয়সী নুসরাত আক্তারের মৃত্যু হয়। তারা দু’জনই প্রতিবেশী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালীতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই খেলা করছিল ফারহান ও নুসরাত। দুপুরে তাদের খুঁজতে গেলে কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রমেশ চাকমা বলেন, শিশু দুইটি হাসপাতালে পৌঁছনোর আগেই মারা যায়।

এসজেড/

Exit mobile version