Site icon Jamuna Television

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১৩.৫৮

ছবি: প্রতীকী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৩৫৯ জন। এদিন করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন করোনা শনাক্ত হয়েছেন আরও ৭১৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৬০৫ জন ঢাকা বিভাগের, ২৩ জন ময়মনসিংহ বিভাগের, ২৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩১ জন রাজশাহী বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ১৪ জন বরিশাল বিভাগের ও সিলেট বিভাগের ১০ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version