Site icon Jamuna Television

মান্নানের সন্ধান চায় পরিবার

রূপগঞ্জ প্রতিনিধি :

প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ নারায়ণগঞ্জের রূপগঞ্জের আব্দুল মান্নান (৫১)। তিনি যমুনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন জয়ের বড়ভাই। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, জিডি নম্বর- ১৫১৫।

আব্দুল মান্নান রূপগঞ্জের উপজেলার রুপসী স্লুইসগেই গ্রামের বাসিন্দা। গত ১৯ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। গত কয়েকমাস ধরেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন আব্দুল মান্নান, তার কথাবার্তা অসংলগ্ন। চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। এ অবস্থাতেই নিখোঁজ হয়েছেন তিনি।

কেউ তার সন্ধান পেলে ০১৭১৮-৫৮৫৭৭৭ বা ০১৭৭৭-৭৭৮২৯৬ নম্বরে যোগাযোগের জন্য নিখোঁজের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version