Site icon Jamuna Television

সাংবাদিক মাহমুদুল হাসানের বাবা হারেছ আলীর দাফন সম্পন্ন

যমুনা টেলিভিশনের বার্তা সম্পাদক মাহমুদুল হাসানের বাবা মো. হারেছ আলীর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হারেছ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রোববার রাতে রাজধানীর মিরপুরের রূপনগর জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। আজ সোমবার দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি এলাকায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বন্ধু, স্বজনরা।

এরপর তার মরদেহ নেয়া হয় গ্রামের বাড়ি বিরল উপজেলার রানীপুকুরে। সেখানে তৃতীয় জানাজা শেষে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।

স্বজনরা জানিয়েছেন, রোববার রাতে ঢাকার মিরপুরে মেয়ের বাসায় ইন্তেকাল করেন তিনি। মো. হারেছ আলী পেশায় ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন হারেছ আলী।

/এমএন

Exit mobile version