Site icon Jamuna Television

বিশ্ব বরেণ্য ইসলামি চিন্তাবিদ ইউসুফ আল কারজাভি আর নেই 

ছবি: সংগৃহীত

খ্যাতিমান ইসলামি ব্যক্তিত্ব ইউসুফ আল কারজাভি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। সারা বিশ্বে একজন ইসলামি বিশেষজ্ঞ হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সুন্নি মুসলিমদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত আল কারজাভি একজন মিসরীয়; থাকতেন কাতারে। তিনি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান।

বিভিন্ন ধর্মীয় বিষয়ে নিয়মিত আলোচনা করার জন্য আল কারজাভি ছিলেন একজন পরিচিত মুখ। মিসরের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করার তীব্র সমালোচনা করেছিলেন তিনি।

মিসরের প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর আল কারজাভি আর নিজ দেশে ফিরতে পারেননি। মিসরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কর্মকাণ্ডের ঘোর বিরোধী ছিলেন আল কারজাভি।

/এনএএস

Exit mobile version